মাদকসেবীর হাতেই মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জ নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২২ | ০৭:৩৪ | আপডেট: ২৫ মার্চ ২০২২ | ০৮:১৭
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন একজনের ছুরিকাঘাতে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ দেবগ্রামে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি) নামে মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে।
নিহত পোল গোমেজ (৪২) ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ ছিলেন। তার বাড়ি ঢাকার সাভারের আনন্দপুরে। তাকে ছুরিকাঘাতের অভিযোগে কিংকর বাড়ৈ নামে একজনকে আটক করেছে পুলিশ।
বিওয়াইএফসির সহকারী ইনচার্জ বাবলু বল্লভ জানান, মাদক নিরাময় কেন্দ্রটিতে সকাল সাড়ে ৭টার দিকে সবাই যখন নাস্তার প্রস্তুতি নিচ্ছিলেন তখন রান্নাঘরে থাকা ছুরি দিয়ে পোল গোমেজকে আঘাত করেন কিংকর। গুরুতর আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, চার থেকে পাঁচ দিন আগে কিংকরকে ধূমপান করতে দেখে নিষেধ করেছিলেন গোমেজ। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে হত্যাকাণ্ডটি হতে পারে বলে তাদের ধারণা।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, অভিযুক্ত কিংকরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মাদকসেবী
- মাদক নিরাময় কেন্দ্র
- ইনচার্জ নিহত