স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা - সমকাল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২২ | ১১:৪২ | আপডেট: ২৫ মার্চ ২০২২ | ১২:১১
ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এর আয়োজন করে পৌর আওয়ামী লীগ।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, শহিদুল ইসলাম নিরু, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, মতিউর রহমান শামীম, ইকবাল হাসান ফয়সাল, নুরুল আমীন বাপ্পী প্রমুখ।
বক্তারা ২৫ মার্চ কালো রাতে ঘটা ইতিহাসের নারকীয় হত্যাযজ্ঞ, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা স্মরণ করে বলেন, দেশে-বিদেশে বর্তমান সরকার ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।
এসময় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।