স্বাধীনতা দিবসের র্যালিতে যুবলীগ নেতার মৃত্যু

ডান পাশের শেষ প্রান্তে যুবলীগ নেতা জসিম উদ্দিন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৬:২৬ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৬:২৬
ভোলার মনপুরায় স্বাধীনতা দিবসের র্যালিতে অসুস্থ হয়ে জসিম উদ্দিন নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। তিনি মনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের র্যালিতে অসুস্থ হয়ে পড়েন জসিম। পরে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসিমের বাড়ি কুলাগাজী তালুক গ্রামে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া জানান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মুঠোফোনে জসিমের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন এবং এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জসিমের দুই সন্তানের লেখাপড়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান জাকির হোসেন। জসিম উদ্দিনের এমন মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।
সংশ্নিষ্টরা জানিয়েছেন, র্যালি নিয়ে মনপুরা ডিগ্রি কলেজ মাঠের শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের রাস্তায় জসিম পড়ে যান।
- বিষয় :
- ভোলা
- মনপুরা
- স্বাধীনতা দিবস
- যুবলীগ নেতার মৃত্যু