ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছাত্রীদের উত্ত্যক্তকারীকে শাসন করায় প্রধান শিক্ষককে লাঞ্ছনা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রীদের উত্ত্যক্তকারীকে শাসন করায় প্রধান শিক্ষককে লাঞ্ছনা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৭:১২ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৭:১২

ছাত্রীদের উত্ত্যক্তকারী অষ্টম শ্রেণির এক ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছে ওই ছাত্রের অভিভাবক। এতে ক্ষুব্ধ স্কুল শিক্ষার্থীরা শনিবার বিদ্যালয় সংলগ্ন সড়ক আটকে বিক্ষোভ করেছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, গত ১৬ মার্চ বিদ্যালয় মাঠে ছাত্রদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলা নিরাপদে দেখার জন্য ছাত্রীদের বিদ্যালয় ভবনের দোতলায় রেখে কলাপসিবল গেটে তালা দিয়ে রাখা হয়। এ সময় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইয়াসিন ওরফে ফয়সাল ভবনের পেছনের দিকে টয়লেটের পাইপ বেয়ে দোতলায় যায় এবং মোবাইল ফোনে ছাত্রীদের ভিডিও ধারণ ও অশ্নীল আচরণ করে। এ সময় ছাত্রীরা চিৎকার শুরু করলে তিনিসহ অন্য শিক্ষকরা দোতলায় উঠে ইয়াসিনকে ধরে কয়েকটি চড়-থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন ১৭ মার্চ ইয়াসিনের অভিভাবকরা প্রধান শিক্ষকের কক্ষে এসে তাকে লাঞ্ছিত করে। পরে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নালিশ দেয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার বলেন, ইয়াসিনের অভিভাবকরা কথিত এক সাংবাদিককে বিদ্যালয়ে এনে প্রধান শিক্ষককে নানাভাবে হেনস্তা করে এবং তার বিরুদ্ধে বিষোদ্গার করা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে ওই সাংবাদিক।

এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ইয়াসিনকে বহিস্কারের দাবিতে শনিবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা নাসরিন বলেন, বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক তার কাছে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন। তারা ওই ছাত্রকে বিনা কারণে মারধরের অভিযোগ করেছেন। তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন

×