ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: রামগতিতে মামলার আসামি বিএনপির ১৭০ নেতাকর্মী, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: রামগতিতে মামলার আসামি বিএনপির ১৭০ নেতাকর্মী, গ্রেপ্তার ২

সংঘর্ষের সময় ভাংচুর করা হয় রামগতি বিএনপি কার্যালয়। ছবি-সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ২৩:২৮ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ২৩:২৮

মহান স্বাধীনতা দিবসে লক্ষ্মীপুরের রামগতিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর ফিরে আসার সময় ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’র অভিযোগে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পৌর আওয়ামী লীগ। এই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘অশালীন স্লোগান’ দেওয়ার অভিযোগে রামগতি বিএনপির ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদ পারভেজ। 

এছাড়া গত শনিবার দুপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় আটক বিএনপি নেতা জামাল ও দিদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার আ স ম আবদুর রব সরকারি কলেজ প্রাঙ্গণে সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চলে আসেন। পরে তারা আলেকজান্ডার বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বসেছিলেন। বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে লাঠিসোটা নিয়ে মিছিল করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ‘কটূক্তি’ করে। 

আওয়ামী লীগের কিছু নেতাকর্মী স্লোগান দিতে নিষেধ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৫ নেতাকর্মী আহত হন। তিনটি মোটরসাইকেল ও বিএনপি কার্যালয়সহ তিনটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। 

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যপক আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় রামগতি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম, লিটন, আকবর হোসেন, আরিফ, মিরাজসহ ১২ আহত হয়েছেন। তারা রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, ‘রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর কমিশনার দিদারুল আলম খন্দকারকে উদ্দেশ্যমূলক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।’


আরও পড়ুন

×