ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলায় ২ কর্মীকে পিটিয়ে আহত

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলায় ২ কর্মীকে পিটিয়ে আহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ০৭:২৬ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ০৭:২৬

পিরোজপুরের নাজিরপুরে বকেয়া বিল পরিশোধ করতে বলায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লী বিদ্যুতের পিরোজপুর সমিতির নাজিরপুরের শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া অভিযোগ কেন্দ্রের লাইনম্যান মো. জাকির হোসেন ঢ়াড়ি (২৫) ও জাকির হোসাইন (৩০)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাকির হোসেন ঢ়াড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত জাকির হোসাইন জানান, তারা দু'জনে ওই গ্রামের বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যান। এ সময় ওই গ্রামের ওহাব শেখের বাড়িতে বকেয়া ৬ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলায় তার (ওহাব শেখ) ছেলে মো. কিবরিয়া শেখ তাদের অকথ্য ভাষায় গালাগলি করেন।

তিনি আরও জানান, এসময় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে চাইলে কিবরিয়া ঘরে থেকে দাও নিয়ে কোপাতে আসেন। পরে জাকির হোসাইনের শরীরে ইট নিক্ষেপ করেন। এসময় জাকির ঢ়াড়িকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা ইটে তার মাথা ফেটে যায়।

পল্লী বিদ্যুৎ সমিতির নাজিরপুর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফুয়াদ আল আরেফিন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×