কাঠ কাটা নিয়ে তর্ক
কুড়াল দিয়ে কুপিয়ে দুই ভাইকে হত্যা

যশোর অফিস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ১৩:৪২ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ১৩:৪৬
কাঠ কাটা নিয়ে তর্কের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ প্রতিবেশীরা। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-টেঙ্গুরপুর গ্রামের আব্দুর রহমানের দুই ছেলে ইউনুস আলী খান (৬০) ও আইয়ুব আলী খান (৫৫)।
এসময় গুরুতর আহত হয়েছেন আইয়ুব আলী খানের ছেলে আশরাফুজ্জামান রনি (৩০)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, চৌগাছার টেঙ্গুরপুর গ্রামের আফজাল খানের তিন ছেলে মুকুল, বিপুল ও বিল্লাল নিহতদের কাঠের গোলায় শ্রমিকের কাজ করতো। বৃহস্পতিবার রাতে কাঠ কাটাকে কেন্দ্র করে মালিক-শ্রমিকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে কুড়াল দিয়ে কুপিয়ে ইউনুস আলী ও আইয়ুব আলীকে কুপিয়ে হত্যা করে। এসময় আশরাফুজ্জামান আহত হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জোড়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হামলায় কুড়ালের আঘাতে দুই ভাই নিহত হয়েছে। মৃতদেহ উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।