ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এসআইকে কোপাল আসামির ছেলে

এসআইকে কোপাল আসামির ছেলে

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ১০:২৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ১০:২৬

মাদারীপুরের কালকিনিতে হত্যাসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে রোববার আহত হয়েছেন পুলিশের এক এসআই। দেশি অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেছে আসামির ছেলে ও তার লোকজন। কয়েকটি কোপ লাগায় ওই কর্মকর্তার হাতে ও হাতের আঙুলে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যচর গ্রামে একডজন মামলার আসামি মহিউদ্দিন লাট্টু বেপারীসহ কয়েকজনকে বিকেলে গ্রেপ্তার করতে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করে আসামিরা। এ সময় পুলিশের ওপর হামলা চালায় লাট্টু বেপারীর ছেলে রাসেল বেপারী (২০) ও তার লোকজন। দা দিয়ে কুপিয়ে জখম করা হয় পলাশকে।

আহত পলাশকে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় বাজারে চিকিৎসা দেন। খবির মৃধা হত্যা মামলা, আল আমিন হত্যা মামলা, কবির মৃধার দুই চোখ উপড়ে ফেলাসহ বহু মামলার আসামি লাট্টু বেপারী।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল বলেন, পলাশের ওপর যেভাবে হামলা হয়েছিল তাতে অনেক বড় ক্ষতি হতে পারত। সে কৌশলে সরে গিয়ে কিছুটা রক্ষা পেয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×