ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

গ্রেপ্তার ভারতীয় নাগরিক আশরাফুল ইসলাম- সমকাল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ০৫:২৪ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ০৭:৫৯

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আশরাফুল ইসলাম (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরগয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৩-এর কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ভারতের আসামের উজানবজরার গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরগয়টাপাড়া সীমান্তে টহলে যায় বিজিবি। এসময় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৩-এর কাছ দিয়ে অবৈধ অনুপ্রবেশ করেন আশরাফুল ইসলাম নামের এক যুবক। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তার বাড়ি ভারতের আসাম রাজ্যে। পরে তাকে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক বলেন, ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আরও পড়ুন

×