ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কালকিনিতে পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৬

কালকিনিতে পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৬

গ্রেপ্তার ছয়জন - সমকাল

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ০৮:১৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ১০:৩৬

মাদারীপুরের কালকিনিতে পুলিশের এসআইকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার ছয়জন হলেন- মো. মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২) ও তার ৫ ছেলে মো. রাসেল বেপারী (২৮), মো. শাকিল বেপারী (১৮), মো. ওসমান বেপারী (২২), মো. সবুজ বেপারী (৩০) ও মো. নয়ন বেপারী (২২)।

জানা যায়, গত ১০ এপ্রিল রাতে উপজেলার খাসেরহাট এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে যান। এ সময় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এ ঘটনায় বুধবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে দু’জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে কালকিনির ভূরঘাটা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ডিআইজি মো. জামিল হাসান জানান, তাদের কাছ থেকে ৫টি দেশিয় তৈরি রিভলবার, ১টি পাইপ গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি সিমসহ মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, তারা একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×