জব্বারের বলীখেলা আয়োজনে চসিক মেয়রের আশ্বাস

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ০৭:৪২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ০৭:৪২
চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আয়োজনের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। নগরীর লালদীঘির মাঠ না পাওয়ায় এবার বলীখেলা ও বৈশাখী মেলা বন্ধের ঘোষণা দিয়েছিলেন আয়োজকরা। এ নিয়ে চট্টগ্রামে বিরূপ প্রতিক্রিয়ার পর ঐতিহাসিক এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছেন মেয়র।
বৃহস্পতিবার রাতে নগরের বহদ্দারহাটে নিজের বাসভবনে জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারীসহ আয়োজকদের সঙ্গে বৈঠক করেন মেয়র। প্রায় দুই ঘণ্টার বৈঠকে বলীখেলা ও মেলা আয়োজনে একমত হন মেয়র ও আয়োজকরা।
ঐতিহ্য অনুযায়ী ১২ বৈশাখ অর্থাৎ আগামী ২৬ এপ্রিলই বলীখেলা হবে। মাঠ বন্ধ থাকায় লালদীঘির পাড়ে জেলা পরিষদ চত্বরে অস্থায়ী মঞ্চ তৈরি করে বলীখেলা হবে। তবে রমজানের কারণে এবার বিকেলের পরিবর্তে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে বলীখেলা অনুষ্ঠিত হবে। বলীখেলাকে কেন্দ্র করে ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিন দিন বৈশাখী মেলা করার সিদ্ধান্ত হয়েছে। তবে সার্বিক আয়োজন নিয়ে পুলিশ প্রশাসনের মতামতের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, সিটি মেয়র বলীখেলা ও বৈশাখী মেলা বন্ধ করার বিপক্ষে। তিনি সার্বিক আয়োজন করপোরেশনের পক্ষ থেকে স্পন্সর করার প্রস্তাব দিয়েছেন। বলীখেলা ও মেলার পুরোটাই এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় হবে।
মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার সকালে আয়োজক কমিটি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মেয়রের বৈঠক হবে। সেখানে বলীখেলা ও মেলার আয়োজন নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই জানানো হবে আদৌ বলীখেলা ও মেলা করা যাবে কিনা।