ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছাত্রকে মেরে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

ছাত্রকে মেরে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

ফাইল ছবি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ১০:২১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ১০:২১

দশমিনা উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে ছাত্রকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আহত জুবায়ের ইসলাম হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে তার পরিবার।

জুবায়ের দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে দশমিনা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীরহাট গ্রামের মো. হায়দার মৃধার ছেলে।

জুবায়েরের অভিযোগ, গত সোমবার সে হাজিরহাট বাজারের একটি দোকানে বসে কোমল পানীয় খাচ্ছিল। খাওয়া শেষে বোতলটি রাস্তায় ছুড়ে মারে সে। এ সময় সেখান দিয়ে যাচ্ছিলেন তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। বোতলটি ছোড়ায় ক্ষুব্ধ হয়ে তিনি তাকে জামার কলার ধরে প্রকাশ্যে মারধর করেন। এতে কয়েক দফা অসুস্থ হয়ে পড়লে গত বুধবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মো. জুনায়েদ নামে আরেক শিক্ষার্থীর অভিযোগ, প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের কারণে-অকারণে মারধর ও লাঞ্ছিত করেন। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

এসব অভিযোগ অস্বীকার করে হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, বোতল ছোড়ার বিষয় নিয়ে ওই ছাত্রকে সামান্য শাসন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া বলেন, অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, শিক্ষার্থীকে পেটানোর লিখিত অভিযোগ পেয়ে সংশ্নিষ্ট দপ্তরকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

আরও পড়ুন

×