ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জাহাজ ভাঙা শ্রমিকদের ২০ রোজার মধ্যে বেতন-বোনাস দেওয়ার দাবি

জাহাজ ভাঙা শ্রমিকদের ২০ রোজার মধ্যে বেতন-বোনাস দেওয়ার দাবি

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ০৪:৪৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ০৪:৪৪

জাহাজ ভাঙা শ্রমিকদের ২০ রোজার মধ্যে ঈদুল ফিতরের বোনাস এবং এপ্রিল মাসের মজুরি দেওয়ার দাবিতে সমাবেশ করেছে জাহাজ ভাঙা শ্রমক ট্রেড ইউনিয়ন ফোরাম। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফোরামের আহ্বায়ক টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে এবং জাহাজ ভাঙ্গা শ্রমিক নেতা মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নুরুল আবসার, টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন নেতা মোহাম্মদ ইদ্রিছ প্রমুখ।

সভায় শ্রমিক নেতারা বলেন, জীবনের চরম ঝুঁকি নিয়ে জাহাজ ভাঙ্গা শ্রমিকেরা কাজ করলেও শ্রম আইন ও বিধি মেনে উৎসব বোনাস পান না। মালিকরা তাদের বোনাস দেন না। বিগত বছর ২৬ জুন এক সভায় মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ঈদুল আযহার বোনাস দিবে বলে ওয়াদা করে পরবর্তীতে সে ওয়াদা রক্ষা করেনি। জাহাজ ভাঙা শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে সারা বছর অমানুষিক পরিশ্রম করার পর বছর শেষে উৎসব করার জন্য বোনাস পাবে না, এটা হতে পারে না। মালিক পক্ষের এমন অমানবিক কাজের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য তারা সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান।

শ্রমিক নেতারা বলেন, ২০১৮ সালে সরকার মাসিক ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা এবং দৈনিক ন্যূনতম মজুরি ৬২৫ টাকা ঘোষণা করেছে। ইতোমধ্যে ৪ বছর হয়ে গেলেও কোনো ইয়ার্ডেই মজুরি কাঠামো মতো মজুরি দিচ্ছেন না।

আরও পড়ুন

×