ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আবরার হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে পথনাটক

আবরার হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে পথনাটক

খুবি সংবাদদাতা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০৯:০৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পথনাটক প্রদর্শিত হয়েছে। 

রোববার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হাদি চত্বরে ‘মৃত্যু ও মুক্তি’ শিরোনামের এই নাটক প্রদর্শিত হয়। 

খুবির সাংস্কৃতিক সংগঠন বায়োস্কোপ এর প্রযোজনায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে নাটকটি পরিবেশিত হয়।

পথনাটকটির মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও বাকস্বাধীনতা হরণের তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে প্রতিটি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, সুষ্ঠু রাজনীতি, ন্যায়বিচার ও প্রকৃত মুক্তির পক্ষে আহ্বান জানানো হয়। নাটকটির সংলাপ রচনায় ছিলেন তানভীর দুলাল এবং নির্দেশনায় ছিলেন মাসুদ রানা। 

উল্লেখ্য, নাটকে চরিত্র হিসেবে আসে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ ড. শামসুজ্জোহা, ৭১ এ নিহত বুদ্ধিজীবী ও ২০১৬ সালে খুন হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম। এছাড়া বিভিন্ন সময়ে খুন হওয়া বিশ্বজিৎ, আবু বকর, তনু, নুসরাত ও আবরারের চরিত্রও ফুটে তোলা হয়।  

আরও পড়ুন

×