অটোরিকশায় উপড়ে পড়ল গাছ, নিহত 'শিশু মিয়া'

কুমিল্লা ও মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ০৪:৪১ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০৬:৫৮
কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক বৃদ্ধ যাত্রী মারা গেছেন। ওই ব্যক্তির নাম শিশু মিয়া (৬০)। বুধবার সকাল ৭টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর-শ্রীকাইল সড়কের সলফা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
তিনি মুরাদনগর উপজেলার পূবধইর পূর্ব ইউনিয়নের খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। ওই দুর্ঘটনায় ৩ বছরের শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার সকালে সিএনজিচালিত অটোরিকশাটি আমিননগর থেকে রামচন্দ্রপুর-শ্রীকাইল সড়ক দিয়ে মেটংঘর এলাকায় যাচ্ছিল। সলফা গ্রামে পৌঁছার পর কালবৈশাখী ঝড়ে সড়কের পাশে থাকা একটি গাছ উপড়ে অটোরিকশার ওপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে অটোরিকশাসহ সব যাত্রী। এতে সিএনজিতে থাকা শিশু মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং চালকসহ পাঁচ যাত্রী আহত হয়।
আহতরা হলেন, উপজেলার সরের পাড় গ্রামের সিএনজিচালক আবুল সবুজ মিয়া (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নীলখী গ্রামের ফাতেমা বেগম (১৮), নিহত শিশু মিয়ার দুই মেয়ে নার্গিস বেগম (৩২) ও জুলেখা বেগম (৩৮) এবং নাতি হোসাইন (৩)। আহতদের মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক শিশু হোসাইনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
অন্যদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সিরাজুল ইসলাম মানিক বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজন শিশুর আঘাত গুরুতর।