ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ০২:০৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ০২:০৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোজাম্মেল হক (৪৫) নামে এক চালককে গলাকেটে হত্যার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার বামনকুড়ি এলকায় পাকা রাস্তার ওপর থেকে ওই চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোজাম্মেল হক পৌর শহরের প্রধানপাড়া গ্রামের আ. কাদের মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মোজাম্মেল হক অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তাদের ধারণা, ওইদিন রাতের কোন এক সময় দুর্বৃত্তরা যাত্রী বেশে অটোরিকশাটি ভাড়া নিয়ে বামনকুড়ি এলকায় মোজাম্মেল হককে গলাকেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। রাস্তার ওপর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×