খেলতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল একদিন পর

মো. জিহাদ হোসেন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ০৩:০৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ | ০৩:০৭
লক্ষ্মীপুর খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু মো. জিহাদ হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর উপজেলা শাকচর গ্রামের কাচারি বাড়ি এলাকার বাউন্ডারি দেয়া একটি জমি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিহাদ একই এলাকার রিকশা চালক জিয়া উদ্দিনের ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় জিহাদ।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকালে জিহাদ বাড়ির বাইরে খেলতে যায়। দীর্ঘ সময় পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বাউন্ডারি দেওয়া একটি জায়গায় জিহাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- শিশু নিখোঁজ
- শিশুর মরদেহ উদ্ধার