ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১০:৪১ | আপডেট: ০৭ মে ২০২২ | ১০:৪১

নরসিংদীর পলাশে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গজারিয়া ইউনিয়নের ধনাইচর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুখ মিয়া ও উত্তর চন্দন গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

পুলিশ জানায়, নির্যাতিত ওই গৃহবধূর সাথে তার স্বামীর দীর্ঘদিনের মনোমালিন্য থাকায় শুক্রবার বিকেলে প্রতিবেশী ফারুক মিয়া ও দেলোয়ার হোসেনকে নিয়ে বিবাহবিচ্ছেদের জন্য কাজী অফিসে যায়। স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ফারুক ও দেলোয়ার নোয়াকান্দা গ্রামের একটি কবরস্থানের পাশে নির্জন স্থানে নিয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর নির্যাতিত ওই গৃহবধূ পলাশ থানায় এসে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। আর নির্যাতিত ওই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×