তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বাসদের বিক্ষোভ

নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ করে বাসদ - সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ মে ২০২২ | ১০:৫১ | আপডেট: ০৯ মে ২০২২ | ১০:৫১
ভোজ্যতেলের আকাশচুম্বী মূল্যের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রাম জেলার নেতারা।
সোমবার নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সারাদেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তারা। নেতারা বলেছেন, অবিলম্বে ভোজ্যতেল নিয়ে কারসাজি বন্ধ করতে হবে এবং সিন্ডিকেট-মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। টিসিবির পণ্য বিতরণের আওতা ও পরিমাণ বাড়াতে হবে। উদ্যোগ নিতে হবে সব খাদ্যপণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে সরকারি উদ্যোগে আমদানি ও বিতরণের।
বাসদ চট্টগ্রাম জেলার নেতা কমরেড মহিন উদ্দিনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ূয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য হেলাল উদ্দিন কবির, রায়হান উদ্দিন, ঋজু লক্ষ্মী অবরোধ প্রমুখ। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়G
- বিষয় :
- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
- বাসদ