ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লামায় বন্য হাতির আক্রমণে নারী নিহত

লামায় বন্য হাতির আক্রমণে নারী নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০১:২৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:৫৮

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে জহুরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার ভোর ৪টায় উপজেলার সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালাইয়ার আগায় এ ঘটনা ঘটে। 

জহুরা বেগম একই এলাকার কৃষক ফজলুল হকের স্ত্রী।

সরই ইউপি চেয়ারম্যান ফরিদ আহামদ ও এলাকাবাসী জানায়, বুধবার ভোরে ১৪ থেকে ১৫টি বন্য হাতি এলাকায় ঢুকে পড়ে। হাতির দল তাণ্ডব তালিয়ে ১০টি বসতঘর ভাংচুর করে । এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে জহুরা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে বন্য হাতির ভয়ে এলাকা জনশূন্য হয়ে পড়ে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।









 


আরও পড়ুন

×