মেরে শিশুটিকে ব্যাগে ভরে রাখে মামা

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২২ | ১৩:৩২ | আপডেট: ১৫ মে ২০২২ | ১৩:৩২
বেড়ানোর কথা বলে মায়ের কাছ থেকে ১০ মাস বয়সী ভাগনেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে মামা। রোববার শেরপুরের নকলা উপজেলায় ঘটনাটি ঘটে।
এর ২০-২৫ মিনিট পর তাদের না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দেখতে পান জেহাদের বাড়ির গোয়ালের পাশে খড়ের গাদার নিচে একটি প্লাস্টিকের ব্যাগে আরিয়ানকে ভরে ফেলে রাখা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসফিকুর রহমান বলেন, শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত জেহাদকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।