ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পুলিশ বাসে ধাক্কা, আহত ১৩

পুলিশ বাসে ধাক্কা, আহত ১৩

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২২ | ০৫:৩৯ | আপডেট: ২১ মে ২০২২ | ০৫:৩৯

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় সিটি বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় পুলিশ ভ্যানে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ জানান, নগরের উত্তর কাট্টলীর মাঠে প্যারেড শেষে ব্যারাকে ফেরার পথে পুলিশ ভ্যানে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

পুলিশ জানায়, সকাল পৌনে ৯টার দিকে শিল্প পুলিশের গাড়িটি খুলশী থানার দিকে যাওয়ার পথে পাশ থেকে দ্রুতগামী ৮ নম্বর বাস সজোরে ধাক্কা দেয়। এতে ১৩ জন পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×