ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নদীর চরে পড়ে ছিল যুবকের লাশ

নদীর চরে পড়ে ছিল যুবকের লাশ

প্রতীকী ছবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২ | ০৩:১৬ | আপডেট: ২২ মে ২০২২ | ০৩:১৬

খুলনার ডুমুরিয়ায় নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩২ বছর।

রোববার সকালে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তেলীখালী গ্রাম সংলগ্ন এলাকায় সালতা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া জানান, গ্রামবাসী জানালে রোববার সকালে উপজেলার তেলীখালী নদীর চর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা- অজ্ঞাত স্থান থেকে তাকে হত্যা করে হয়তো লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হতে পরে। লাশের পরনে কালো রঙের ফুলপ্যান্ট পরা ছিলো। ডান হাতের বাহুতে মাদুলি বাঁধা পাওয়া যায় এবং মুখে হালকা দাঁড়ি রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×