ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খাবার শেষ করার আগেই জাহাজের ধাক্কায় মাঝির মৃত্যু

খাবার শেষ করার আগেই জাহাজের ধাক্কায় মাঝির মৃত্যু

ঘাতক জাহাজ এমভি কাজী সোনিয়া-১

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২২ | ০৯:২২ | আপডেট: ২৩ মে ২০২২ | ০৯:২২

ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলভুক্ত মোংলা বঙ্গবন্ধু ক্যানেলে পণ্যবাহী লাইটার জাহাজের ধাক্কায় ফারুক হোসেন খলিফা (৬০) নামের এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে নৌ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দ্রুত ট্রলারে গিয়ে এমভি কাজী সোনিয়া-১ নামের পণ্যবাহী লাইটারটি আটক করে।

নিহত ফারুক স্থানীয় মোরেলগঞ্জের ঘষিয়াখালী গ্রামের আলকাস খলিফার ছেলে। তিনি ওই নদীতে নৌকা দিয়ে দীর্ঘদিন ধরে খেয়া পারাপারের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় মল্লিকের বেড় ইউপি সদস্য জাহিদ হোসেন জানান, মোংলা থেকে পণ্যবোঝাই করে ওই লাইটার জাহাজটি ঘষিয়াখালী নৌ চ্যানেল দিয়ে ঢাকায় যাচ্ছিল। মোরেলগঞ্জের ঘষিয়াখালী এলাকায় নদীতে একটি পন্টুনের সঙ্গে ধাক্কা লাগে লাইটার জাহাজটির।

এ সময় ওই পন্টুনে বসে মাঝি ফারুক হোসেন সকালের খাবার খাচ্ছিলেন। পন্টুনে লাইটার জাহাজের ধাক্কায় তিনি আহত হয়ে পানিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পানি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে বাগেরহাট থেকে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। লাইটারটি বর্তমানে নৌপুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

আরও পড়ুন

×