কুমিল্লায় তেল নিয়ে তুলকালাম

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২২ | ১২:৩১ | আপডেট: ২৯ মে ২০২২ | ১২:৩১
কারও হাতে হাড়ি পাতিল, কেউ হাজির বালতি নিয়ে। তবে সবার গন্তব্য ও লক্ষ্য এক-অভিন্ন। সবাই দলবদ্ধভাবে ছুটছেন একটি তেলের লড়ির পেছনে। সেখানে যেন মিলেছে তেলের খনি। সবার লক্ষ্য একটাই, দুর্ঘটনাকবলিত তেলের লড়ি থেকে যে কোনোভাবে সয়াবিন তেল সংগ্রহ।
রোববার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তেল লুটে নিতে শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে সোয়াবিন তেল নিয়ে দুর্ঘটনা কবলিত লড়িটি রাজধানী ঢাকায় যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে চান্দিনা উপজেলার কুরছাপ এলাকায় পৌঁছালে লড়িটির পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে লড়িটির একটি অংশ ফেটে গিয়ে তেল পড়তে শুরু করে।
এ বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা হাড়ি-পাতিল-বালতি দিয়ে তেল সংগ্রহ করার জন্য ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে গাড়িটি থেকে বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কাউছার হোসেন ও সালাম মিয়া বলেন, গাড়িটি চান্দিনা উপজেলা সদর অতিক্রম করার পরই লড়ি থেকে তেল পড়তে থাকে। প্রায় ৬/৭ কিলোমিটার সামনে কুরছাপ এলাকায় গিয়ে চালক জানতে পারেন গাড়ির ধাক্কায় লড়িটির পেছনের অংশ ফেটে গিয়ে তেল পড়ছে। এরই মধ্য প্রায় অর্ধেক তেল লুটে নেয় এলাকার লোকজন।