মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা, আটক ১৭

আটকদের কয়েকজন -সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৪:০৯
মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরার উপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে অভিযান পরিচালনাকালে চাঁদপুর নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। জেলেদের হামলায় নৌপুলিশের দুই কনস্টেবলসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।
চাঁদপুর নৌ-থানা পুলিশ জানায়, নৌ-পুলিশ নদীতে অভিযানে নামার পর মা ইলিশ নিধনকালে জেলেদের আটক করতে গেলে তারা সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ১৭ জন জেলেকে আটক করা হয়।
আটকরা হলেন- কামাল (৩২), সবুজ (২৪), শামছু (২৮), মিলন বেপারী (৪০), আমির হোসেন (২৫), কাউছার বেপারী (২৫), বিজয় বেপারী (২০), রুহুল আমিন (২০), হাবিব খান (৩২), ইব্রাহীম (১৮), চারু গাজী (৪০), ছাত্তার খান (২১), আইনুল হক (৬০), আল-আমিন বেপারী (১৮), জসিম বেপারী (২০), নাজমুল হোসেন শেখ (২০), মনির হোসেন শেখ (৩৫) ও অজ্ঞাত এক শিশু।
চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভোরে অভিযানে যায় নৌপুলিশ। রাজরাজেশ্বর এলাকায় আমাদের টিম পৌঁছালে জেলেরা অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়। পরে পুলিশ ১৭ জেলেকে আটক, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করে।
তিনি জানান, আটক জেলেদেরকে চাঁদপুর মডেল থানায় পাঠানো হয়েছে। আটকদের মধ্যে ১ জন শিশু থাকায় ছেড়ে দেয়া হয়। ৩ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া দুই জেলে ও স্পিডবোট চালক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।