চট্টগ্রামে ৮ দিন ধরে নিখোঁজ এনজিওকর্মী

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২২ | ১০:৩৩ | আপডেট: ৩১ মে ২০২২ | ১০:৩৩
চট্টগ্রামে শাহাদাত হোসেন নামে এক এনজিওকর্মী আট দিন ধরে নিখোঁজ। সন্ধান চেয়ে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে তাঁর পরিবার সংবাদ সম্মেলন করেছে।
এ সময় শাহাদাতের বাবা বদিউল আলম তাঁর ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে- জানতে চান। ছেলেকে ফেরত পেতে প্রশাসনের সহায়তাও চান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ মে রাতে চট্টগ্রামের চন্দনাইশের রওশনহাট থেকে নিখোঁজ হন ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা 'প্রত্যাশী'র ফিল্ড অফিসার শাহাদাত। দু'দিন পর তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা- 'ম্যানেজার আমাকে বাঁচতে দিল না'। ম্যানেজারের কাছে শাহাদাত দুই লাখ টাকা পেতেন।
এ ঘটনায় ২৫ মে চন্দনাইশ থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। কিন্তু এখন পর্যন্ত শাহাদাতের হদিস মেলেনি। এমনকি রহস্যজনক কারণে পুলিশও নীরব রয়েছে বলে অভিযোগ পরিবারের।
শাহাদাতের ভাই রিয়াদ উদ্দিন সাইমুন বলেন, তিন বছর শাহাদাত প্রত্যাশীতে চাকরি করছে। তার ব্যক্তিগত মোটরসাইকেল রয়েছে অফিসে।
এ সময় শাহাদাতের মা ফাতেমা আক্তার, স্ত্রী তাহমিনা আক্তার, ভগ্নিপতি আবদুল্লাহ আল নোমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- এনজিওকর্মী
- নিখোঁজ
- সংবাদ সম্মেলন