খবর প্রকাশের জের
বগুড়ায় সমকালের সব কপি নিয়ে গেছে দুর্বৃত্তরা

বগুড়ার বিভিন্ন এলাকায় এভাবেই টিকিট বিক্রি হয়
বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২২ | ২৩:১০ | আপডেট: ৩১ মে ২০২২ | ২৩:২৭
বগুড়া শহর এবং সারিয়াকান্দি উপজেলাবাসীর হাতে বুধবার (১ জুন) দৈনিক সমকাল পৌঁছেনি। মঙ্গলবার গভীর রাতে জিরো পয়েন্ট সাতমাথা থেকে স্থানীয় দুই এজেন্সির কাছে পৌঁছে দিতে সমকাল পত্রিকা নিয়ে যাচ্ছিল এক রিকশাচালক। এ সময় একদল দুর্বৃত্ত রিকশা চালকের কাছ থেকে সমকালের সবগুলো কপি নিয়ে যায়।
দৈনিক সমকালের বগুড়া শহরের এজেন্ট শহিদুল ইলাম বকুল জানান, যারা পত্রিকা নিয়ে গেছে তাদের একজনকে রিকশা চালক চেনেন, তবে তার নাম জানেন না তিনি। ওই ব্যক্তি বগুড়া শহরে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান তাঁতবস্ত্র, কুটির শিল্প ও পণ্য মেলায় লটারি পরিচালনার সঙ্গে যুক্ত।
বকুল বলেন, ধারণা করা হচ্ছে ১ জুন সমকালের শেষ পাতায় প্রকাশিত ‘মেলা শহরে, টিকিট বিক্রি গ্রামে গ্রামে’ শিরোনামে খবর যাতে পাঠকরা পড়তে না পারেন সেজন্যই দৃর্বৃত্তরা পত্রিকার প্যাকেটগুলো নিয়ে গেছে। এজন্য আজ বগুড়া শহর এবং সারিয়াকান্দি উপজেলায় সমকাল বিলি করা সম্ভব হয়নি।
সমকালে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, বগুড়া কালেক্টরেট কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসক কার্যালয় বগুড়া যৌথভাবে গত ২৩মে থেকে মাসব্যাপী যে মেলার আয়োজন করেছে তার প্রবেশের টিকিট গ্রামে গ্রামে বিক্রি করা হচ্ছে।
২০ টাকা মূল্যের সেই টিকিটের লটারি আয়োজন করা হচ্ছে এবং পুরস্কার হিসেবে মোটরসাইকেল দেওয়ার দাবি করা হচ্ছে। আর সেই মোটরসাইকেলের লোভে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী হাজার হাজার মানুষ টিকিট কিনে প্রতারিত হচ্ছেন।
সমকালের নিয়মিত পাঠক শহরের জলেশ্বরী তলা এলাকার প্রোগ্রেস শিক্ষা প্রতিষ্ঠানের চেযারম্যান ও নিরাপদ সড়ক চাই বগুড়ার সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সমকালের আমি একজন ভক্ত বলা যায়, সকালে ঘুম থেকে ওঠে পত্রিকা পড়া আমার স্বভাব। কিন্তু আজকে সমকাল না পেয়ে পত্রিকা পড়ার ক্ষুধা নিবারণ করতে পারিনি।
একই অনুভুতির কথা জানান রুপালী ব্যাংক বগুড়া কর্পোরেট অফিসের এজিএম মো. সোয়াইবুর রহমান খান। তিনি বলেন, অফিসে এসে আগে সমকাল পত্রিকা পড়ি। কিন্তু আজকে পত্রিকা পেলাম না।