ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিএনজি অটোরিকশার জমা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

সিএনজি অটোরিকশার জমা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বারকোয়ার্টার ডিটি রোডে কর্মসূচি পালন করে চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৮:১২ | আপডেট: ০১ জুন ২০২২ | ১০:০২

চট্টগ্রামে সিএনজি অটোরিকশার অতিরিক্ত জমা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন। বুধবার দুপুরে নগরীর পাহাড়তলী থানার বারকোয়ার্টার ডিটি রোডে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন পরিবহন চলাচল বন্ধ ছিল। চলাচল স্বাভাবিক হতে না হতেই সিএনজি অটোরিকশা মালিক ও গ্যারেজ মালিকরা অতিরিক্ত জমা আদায় করছেন। সরকার দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণ করে দিলেও কিছু অসাধু মালিক ও গ্যারেজ মালিকরা চালকদের জিম্মি করে অতিরিক্ত জমা আদায় করছেন।

হুশিয়ারি উচ্চারণ করে শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, আগামী ১০ দিনের মধ্যে অতিরিক্ত জমা আদায় বন্ধ না হলে ১১ জুন চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে সমাবেশের মাধ্যমে নগরীর গ্যারেজগুলোর তালিকা তৈরি করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন

×