ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হেডফোনে গান শুনতে থাকা যুবক কাটা পড়লো ট্রেনে

হেডফোনে গান শুনতে থাকা যুবক কাটা পড়লো ট্রেনে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ২২:২৬ | আপডেট: ০৯ জুন ২০২২ | ২২:২৯

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে পারভেজ হোসেন (২৫) নামের যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বক্তারপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার বক্তারপুর রেলক্রসিং থেকে ৪০০ গজ সামনে হাইটেক সিটির কাছাকাছি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত পারভেজ কালিয়াকৈর হাইটেক সিটিতে অবস্থিত একটি মোবাইল কোম্পানির আউটলেটে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবক কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে কর্মস্থল হাইটেক সিটির দিকে যাচ্ছিল। এমন সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার লোকাল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। 

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, এরকম ঘটনা শুনেছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

আরও পড়ুন

×