জঙ্গল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১১ জুন ২০২২ | ০৮:১১ | আপডেট: ১১ জুন ২০২২ | ০৮:১১
সাভার পৌর এলাকার একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার আনন্দপুর সিটিলেন মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে জঙ্গলে ময়লা ফেলতে গিয়ে এক নারী মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। এসময় প্লাস্টিকের তার দিয়ে মরদেহের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।
সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভোররাতে দুর্বৃত্তরা ওই যুবককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি গুম করার উদ্দেশে জঙ্গলে ফেলে গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।