ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দলে ঐক্যের কথা বলি, কীভাবে হবে তা বলি না: আ জ ম নাছির

দলে ঐক্যের কথা বলি, কীভাবে হবে তা বলি না: আ জ ম নাছির

আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২২ | ১০:৩০ | আপডেট: ১১ জুন ২০২২ | ১০:৩০

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমরা শুধু দলে ঐক্যের কথা বলি। কিন্তু এই ঐক্য কারা করবেন এবং কীভাবে করবেন- সে ব্যাপারে কিছুই বলি না। চিন্তা ও মননে যদি ঐক্যের চেতনা থাকে তাহলে বাস্তবে এর প্রতিফলন ঘটাতে হবে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, চন্দন ধর প্রমুখ।

আরও পড়ুন

×