শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাতে বাবাকে হত্যা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২২ | ০৯:০২ | আপডেট: ১২ জুন ২০২২ | ০৯:০২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের সুরুজ আলীকে (৭০) গলা কেটে হত্যা করেছে তার ছেলে সুজাত মিয়া (২৮)। শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর ও তালাকের হুমকি দেওয়ায় তাদের ফাঁসাতে সুজাত মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতে স্বীকার করেছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতের খাওয়া-দাওয়া শেষে সুজাত মিয়া তার বৃদ্ধ বাবা সুরুজ আলীর সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ঘুমন্ত বাবাকে গলা কেটে হত্যা করে সে। পরে পাশের বাড়ির লোকজনদের গিয়ে জানায়, একদল ডাকাত তার বাবাকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার নিহতের মেয়ে খোদেজা বেগম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে সুজাত মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, আসামির স্ত্রী গত এক বছর ধরে বিদেশে আছেন। তবে তিনি তার স্বামীর কাছে টাকা না পাঠিয়ে বাবার বাড়িতে টাকা পাঠাতেন। এ নিয়ে আসামির সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ দেখা দেয়। তাই শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাতে সে তার বাবাকে গলা কেটে হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জবানবন্দি শেষে আসামিকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।