পিকআপচাপায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

মো. আব্দুল জলিল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২২ | ০১:১৯ | আপডেট: ২৯ জুন ২০২২ | ০১:১৯
কুমিল্লার বুড়িচংয়ে একটি পিকআপের চাপায় মো. আব্দুল জলিল (৮৮) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিলের বাড়ি মোকাম ইউনিয়নের কুরপাই গ্রামে। তিনি ১৯৭১ সালে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং স্বীকৃতিও পেয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী জানান, বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আহত আব্দুল জলিলকে উদ্ধার করার সময় তিনি মৃত্যুবরণ করেন। পরে আব্দুল জলিলের মরদেহ স্থানীয়রা তার বাড়িতে নিয়ে যায়।
কুমিল্লা-ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সমকালকে জানান, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর আমাদেরকে কেউ জানায়নি। আমাদের টহল পুলিশ সবসময় মহাসড়কে থাকে।
তিনি বলেন, কেউ এ ঘটনায় কোনো অভিযোগও করেনি। অভিযোগ করলে আমরা পিকআপ ও তার চালককে আটক করে আইন গত ব্যবস্থা নেব।