বসতঘরে মিলল বিষধর সাপের ৩২টি বাচ্চা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২২ | ০৯:৪৫ | আপডেট: ০৪ জুলাই ২০২২ | ০৯:৪৬
পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামে মাজেদা খাতুন নামের এক গৃহিণীর ঘর থেকে একে একে ৩২টি বিষধর গোখড়া সাপের বাচ্চা বের করা হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের মৃত চান্দু মিয়ার বাড়িতে এমন ঘটনা ঘটে। সাপের বাচ্চা উদ্ধার হওয়ার পরে বড় দুটি গোখড়া সাপ পালিয়ে যাওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বাড়ির মালিক মৃত চান্দু মিয়ার স্ত্রী মাজেদা খাতুন জানান, ‘কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার বসতঘরের মধ্যে এবং ঘরের আশপাশে বড় বড় সাপের খোসা পড়ে আছে। সোমবার ভোরে ঘুম থেকে উঠে দড়জা খুলে বাইরে বের হতেই দেখি বিশাল বড় একটি সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে।’
‘তখন আমি সাপ বলে চিৎকার দিলে সাপটি পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আমার ঘরে গর্ত দেখে সাফল দিয়ে খুঁড়তে থাকে। এরপর একাধিক গর্ত থেকে একে একে বের হতে থাকে গোখড়া সাপের বাচ্চা। সর্বশেষ দুপুর ১টা পর্যন্ত ঘরের মেঝে গর্ত খুঁড়ে ৩২টি বিষাক্ত গোখড়া সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।’ যোগ করেন তিনি।
- বিষয় :
- সাপের বাচ্চা
- আতঙ্ক