ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের ঢল

ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবকে শনিবার উল্টো রথে চড়িয়ে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছেন হাজার হাজার ভক্তরা। ছবি- সমকাল।
মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২২ | ০৬:৫১ | আপডেট: ০৯ জুলাই ২০২২ | ০৬:৫১
উলু আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উল্টো রথটানা আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়েছে। এতে ধামরাই পৌর গোপনগরে ঢল নামে লাখো ভক্তের।
দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। তিনি যশোমাধব মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাংগুলির হাতে প্রতীকী রশি তুলে দিয়ে উল্টো রথের উদ্বোধন করেন।
যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে বক্তব্য দেন ধামরাই পৌর মেয়র গোলাম কবির, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, প্যানেল মেয়র মো. মোকছেদ, যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ।
এ উল্টো রথের মধ্য দিয়ে ৯ দিনের রথটানা শেষ হলেও রথযাত্রা উৎসবের মেলা চলবে পুরো জুলাই মাস জুড়ে। রথযাত্রা উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রথমেলা প্রাঙ্গণে বসেছে সার্কাস, নাগরদোলা ও বিভিন্ন কুটির শিল্পের তিন শতাধিক স্টল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রথমেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নেতৃত্বে দুই শতাধিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন আছেন। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মেলাপ্রাঙ্গণে নজরদারি করছেন।