ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল কিশোরের

বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল কিশোরের

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২২ | ০৩:৫৬ | আপডেট: ১১ জুলাই ২০২২ | ০৪:০৪

টাঙ্গাইলে ঘাটাইলে বিদ্যুতের খুঁটিতে যাত্রীবাহী পিকআপ ধাক্কা খেয়ে উল্টে গিয়ে সৌরভ নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও ১২ জন। সোমবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সৌরভ মধুপুর উপজেলার ভবানীটেকি গ্রামের শফিকুলের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি পিকআপ গাজীপুর থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। পিকআপটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি তখন সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। 

এ ঘটনায় পিকআপ চালকসহ আহত হয় কমপক্ষে ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার সৌরভকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ জানান, গুরুতর আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি মধুপুর উপজেলার ভবানী টেকী ও এর আশেপাশে।  

আরও পড়ুন

×