ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হামলা, বিয়ের আগের দিন প্রাণ গেল তরুণীর

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হামলা, বিয়ের আগের দিন প্রাণ গেল তরুণীর

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২২ | ০৫:০৩ | আপডেট: ১২ জুলাই ২০২২ | ০৫:০৬

মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে  প্রতিপক্ষের হামলায় আয়েশা আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।  মঙ্গলবার ভোর ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার আয়েশার বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। গত শনিবার বিকাল সাড়ে টায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তারের বাড়ি সদর ইউনিয়নের ছতিয়া গ্রামে। গ্রেপ্তাররা হলেন সিরাজ মিয়া ও সামাদ মিয়া। তারা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ছতিয়া গ্রামের জহুর মিয়ার ছেলে সিরাজ মিয়ার ক্ষেতের ধান খেয়েছিল পাশের বাড়ির মৃত আজাদ মিয়ার বাড়ির গরু। এ নিয়ে উভয় পরিবার সদস্যদের মাঝে সৃষ্ট বিরোধে সোমবার বিকেলে প্রতিপক্ষ সিরাজ মিয়া (৩২), তার ভাই রিয়াজ মিয়া (৩০) চাচাতো ভাই সামাদ মিয়া (৩৫), আলমাছ মিয়া ও মা সালাতুন বেগম দেশীয় অস্ত্র নিয়ে  আয়েশাদের বাড়িতে হামলা চালায়। এতে আয়েশা আক্তার , তার মা কনিজা বেগম (৫৫), জুবেদা বেগম ও সালেহা বেগম গুরুতরভাবে আহত হন। গ্রামবাসী আহত নারীদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় আয়েশা বেগমকে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আয়েশার মৃত্যু হয়।

আয়েশার পরিবার সদস্যরা জানান, বুধবার আয়েশার বিয়ে ঠিক ছিল একই গ্রামের সালাউদ্দিন সুমনের সাথে। মঙ্গলবার রাতে তার গায়ে হলুদ অনুষ্ঠানও ছিল। হামলায় আহত হয়ে মৃত্যু বরণ করায় আয়েশার বিয়ের পিঁড়িতে বসা হলো না। সোমবার এ হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তারা।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক বিজয় প্রসাদ রায় হামলা ও এক তরুণীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলায় সিরাজ ও সামাদ নামে ২ জনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

×