ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুর্নীতি ও হয়রানির প্রতিবাদ

এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি

এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালনকারী চার চবি শিক্ষার্থী

চবি সংবাদদাতা

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ০৮:৪৯ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ০৮:৪৯

রেলের অব্যবস্থাপনা, দুর্নীতি ও যাত্রী হয়রানির প্রতিবাদে এবার কর্মসূচি শুরু হয়েছে চট্টগ্রাম স্টেশনে। ছয় দাবিতে রোববার সকাল ১০টায় ব্যানার-ফেস্টুনসহ সেখানে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী। 

এর আগে গত ৮ জুলাই একই দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি। সেই আন্দোলনে সংহতি জানিয়ে ১১ জুলাই তাঁর সঙ্গে যোগ দেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাজী আশিকুর রহমান, তৃতীয় বর্ষের মোহাম্মদ মাহিন রুবেল, মাহবুব হাসান ও মোহাম্মদ মাসুদ। এবার তাঁরা চট্টগ্রাম স্টেশনে অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত মাহিন রুবেল বলেন, ঢাবি শিক্ষার্থী রনির ছয় দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে এই কর্মসূচি। রেলে লাগামহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দুর্ভোগ বেড়েই চলছে। এতে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। রনির সঙ্গে যা ঘটেছে তা এসবের একটি উপমা মাত্র। 

তিনি জানান, শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে স্টেশন মাস্টার রতন কুমার চৌধুরীসহ রেল কর্মকর্তা-কর্মচারীদের কলম উপহার দিয়ে অবস্থান শুরু করেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদী স্লোগান ও বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচি অব্যাহত রাখা হবে।

দাবিগুলো হলো- টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ; টিকিটের কালোবাজারি বন্ধ; অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ে সর্বসাধারণের সমান সুবিধা নিশ্চিত করা; যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ; টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ সবার কর্মকাণ্ড মনিটরিং, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাসহ রেলসেবার মান বৃদ্ধি এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

এ বিষয়ে জানতে স্টেশন মাস্টার রতন কুমার চৌধুরীকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে অনেকটা রেগে যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান।

আরও পড়ুন

×