যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ০৪:৪৩ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ০৪:৪৩
ময়মনসিংহে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিহত গৃহবধূর স্বামী আল আমিনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, তিন বছর আগে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার বীরই গ্রামের রিটন মিয়ার মেয়ে মুসলিমা খাতুনের বিয়ে হয় টাংগাবর ইউনিয়নের ছাপিলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আল আমিনে। তাদের সংসারে আরাফাত নামে দুই বছরের একটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই মুসলিমার ওপর স্বামী আল আমিন, শ্বশুর মফিজ উদ্দিন ও শাশুড়ি আনোয়ারা খাতুন শারীরিক-মানসিক নির্যাতন শুরু করেন। মুসলিমার পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক চান তারা। যৌতুকের জন্য গত ২৪ জুন রাতে বেদম মারধর করে মুসলিমাকে ঘরে ফেলে রাখেন তারা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘরের মধ্যেই মৃত্যু হয় ওই গৃহবধূর। পরদিন ২৫ জুন পুলিশ লাশ উদ্ধার করে ও নিহতের শাশুড়ি আনোয়ারা খাতুনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের মা রোকেয়া খাতুন বাদী হয়ে আল আমিন, তার বাবা মফিজ উদ্দিন ও মা আনোয়ারাকে আসামি করে মামলা করে। তবে ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় নিহতের স্বামী আল আমিন। চাঞ্চল্যকর ঘটনাটির তদন্ত শুরু করে র্যাব-১৪’র একটি দল। গত মঙ্গলবার রাতে গাজীপুর থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, যৌতুকের জন্য স্ত্রীকে লাঠিপেটা করে হত্যা করার মামলার পলাতক আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে সোপর্দ করার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।