ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আশ্রয়ণ

সেই ৬ ভাইয়ের পরিবার পেল উপহারের ঘর

সেই ৬ ভাইয়ের পরিবার পেল উপহারের ঘর

ঘরের চাবি ও জমির দলিল হাতে নিহত ছয় ভাইয়ের পরিবারের সদস্যরা সমকাল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ১৩:৫৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানচাপায় নিহত সেই ৬ ভাইয়ের পরিবার পেয়েছে নতুন ঘর। দুর্ঘটনার পর গত ২৪ ফেব্রুয়ারি শোকাহত পরিবারকে দেখতে এসে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঘোষণা দিয়েছিলেন, সরকারি অর্থ সহায়তার পাশাপাশি হতাহতদের পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে উপহার হিসেবে জমিসহ ঘর দেওয়া হবে। এর পরই চকরিয়া উপজেলা প্রশাসন মহাসড়কের পাশে খাসজমিতে ঘর নির্মাণ করে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিহত ৬ ভাই ও এই দুর্ঘটনায় আহত দুই ভাইবোনের জন্য তৈরি করা মোট ৮টি ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বাবা সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফেরার পথে গত ৮ ফেব্রুয়ারি ভোরে পিকআপ ভ্যানচাপায় দুর্ঘটনাস্থলে মারা যান অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ভাই রক্তিম সুশীল। দুর্ঘটনায় আহত হন তাঁদের এক ভাই ও এক বোন। এ ছাড়া অক্ষত অবস্থায় বেঁচে যান তাঁদের বোন মুন্নী সুশীল।

গতকাল তাঁদেরসহ মোট ৪০ পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এ নিয়ে চকরিয়ায় মোট ৬৮০টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।



আরও পড়ুন

×