ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাঁকো থেকে পড়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল ধানক্ষেতে

সাঁকো থেকে পড়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল ধানক্ষেতে

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২ | ০৫:১৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২২ | ০৫:১৩

ভোলার চরফ্যাশনে সাঁকো থেকে খরস্রোতা খালে পড়ে নিখোঁজ হওয়া প্রথম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে সাঁকোর পাশ্ববর্তী একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিন বিকেল ৩টায় জানাজা শেষে ওমরাবাজ গ্রামের শহীদ মিয়ার বাড়ি সংলগ্ন জামে মসজিদের কবরস্থানে ইয়াছিনকে দাফন করা হয়। এর আগের দিন রাতে একই কবরস্থানে ইয়াছিনের সহপাঠী নিশাদকে দাফন করা হয়েছে। সাঁকো থেকে পড়ে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে বুধবার স্কুল থেকে ফেরার পথে মরকখালী খালের ওপর বাড়ি-সংলগ্ন সাঁকো থেকে পড়ে নিশাদ ও ইয়াছিন নিখোঁজ হয়। তারা দুজন ওমরাবাজ গ্রামের পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। নিশাদ ওমরাবাজ গ্রামের আবু জাহারের ছেলে এবং ইয়াছিন পাশের বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

খবর পেয়ে বুধবার বিকেল ৩টায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। বিকেল পৌনে ৪টার দিকে সাঁকো সংলগ্ন খাল থেকে শিশু নিশাদের মরদেহ উদ্ধার করে তারা। কিন্তু এদিন দুর্ঘটনাস্থল মরকখালী খালে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা দিনভর খুঁজেও ইয়াছিনের হদিস পায়নি। পরে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। কিন্তু দুর্ঘটনাস্থল ও এর আশেপাশের ২-৩ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি করেও ইয়াছিনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রামের নারীরা ধানক্ষেতে একটি শিশুর মরদেহ দেখে উদ্ধারকর্মীদের জানায়। খবর পেয়ে উদ্ধারকর্মী ও গ্রামবাসী সেখানে ছুটে যায়। এরপর সেখানে থেকেই শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে উদ্ধারকর্মীরা। 

এ বিষয়ে পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার উত্তর-পূর্ব দিকে একটি ধানের ক্ষেতে ইয়াছিনের মরদেহ পাওয়া যায়।

তিনি জানান, রাতের জোয়ারের পানিতে মরকখালী খাল থেকে মরদেহটি পানি প্রবাহের নালা দিয়ে ওই ফসলের মাঠে উঠে গেছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন

×