ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১৫ দিনের বৃক্ষমেলা শুরু

চট্টগ্রামে লাগানো হবে এক কোটি ২০ লাখ গাছ

চট্টগ্রামে লাগানো হবে এক কোটি ২০ লাখ গাছ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২ | ০৭:৫৬ | আপডেট: ০৪ আগস্ট ২০২২ | ০৭:৫৬

চট্টগ্রাম নগরের সিআরবিতে শুরু হয়েছে ১৫ দিনের বৃক্ষমেলা। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। তিনি জানিয়েছেন এবছর বন বিভাগ ১ কোটি ২০ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে।

'বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর জেলা বন বিভাগ এই মেলার আয়োজন করেছে। এতে সহযোগিতায় রয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন বলেন, মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে। মানুষকেও উৎসাহী করতে হবে। পার্বত্যাঞ্চলে বন ও গাছ কমে যাওয়ার প্রভাব পড়েছে বন্যপ্রাণীর ওপর। এতে কমে যাচ্ছে পাহাড়ের প্রাণীর সংখ্যাও। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, গাছ টিকিয়ে রাখতে বনবিভাগকে আরও বেশি উদ্যোগী হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, গাছের প্রতি যেন নতুন প্রজন্মের ভালোবাসা বৃদ্ধি পায় সেই উদ্যোগ নিতে হবে। হারিয়ে যাওয়া দেশি গাছগুলোর পুনরুদ্ধারে নিতে হবে কার্যকর পদক্ষেপ।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের কমান্ডার মোজাফফর আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হোসেন শাহ। এর আগে সিআরবির রেলওয়ে হাসপাতালের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিআরবির শিরীষতলায় আলোচনা সভায় মিলিত হয়।
বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস জানান, মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার গাছ এনেছেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা। প্রথম দিন থেকে ভিড় করা শুরু করেছেন দর্শনার্থীরা।

আরও পড়ুন

×