ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছাগল হাতে শিক্ষককে দেখে ‘চোর’ বলেন পুলিশ কর্মকর্তা, প্রতিবাদ করায় মারধর

ছাগল হাতে শিক্ষককে দেখে ‘চোর’ বলেন পুলিশ কর্মকর্তা, প্রতিবাদ করায় মারধর

আহত শিক্ষক আব্দুল আলিম- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২ | ১০:১৩ | আপডেট: ০৫ আগস্ট ২০২২ | ১০:১৩

বিনা কারণে মাদ্রাসার এক প্রভাষককে নির্দয়ভাবে পিটিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। শুক্রবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত হয়ে ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আব্দুল আলিম গোবিন্দগঞ্জের চাঁদপাড়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাসের প্রভাষক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানান।

জানা যায়, আব্দুল আলিম নিজের দুটি ছাগল নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশের মাঠে যাওয়ার পথে সোনাতলা থানার এএসআই রশিদুল ইসলাম ওই প্রভাষককে লক্ষ্য করে প্রশ্ন করেন, তুই কে? তোর নিকট ছাগল কেন? তুই কি ছাগল চোর?- এ প্রশ্নের প্রতিবাদ করলে ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হয়ে তাঁকে মারধর শুরু করেন। এতে ওই শিক্ষক রাস্তার পাশে রাখা ইটের ওপর পড়ে গেলে গামছা দিয়ে তাঁর গলা পেঁচিয়ে ধরেন তিনি। পুলিশ কর্মকর্তার আঘাতে তাঁর মাথা ফেটে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করান। ওই শিক্ষকের ছোট বোন মুন্নুজান জানান, তাঁদের ৮ ভাইবোনের মধ্যে ৫ জনই শিক্ষক। তাঁর বাবাও ছিলেন কলেজ শিক্ষক। তাঁর ভাইকে চোর বলায় আত্মসম্মানে আঘাত লাগাটাই স্বাভাবিক।

সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাত ১০টায় থানায় দু'পক্ষের বসার কথা।

আরও পড়ুন

×