ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সীতাকুণ্ডের আলীনগর পাহাড়

২০ আগস্টের মধ্যে অবৈধ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

২০ আগস্টের মধ্যে অবৈধ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ১১ আগস্ট ২০২২ | ০৯:৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলীনগর পাহাড়ে অবৈধভাবে থাকা সব বাসিন্দাকে ২০ আগস্টের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে এই সময়ের মধ্যে না সরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সেখানে স্পোর্টস কমপ্লেক্স, কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, মডেল মসজিদ, জাতীয় তথ্যকেন্দ্র, নভোথিয়েটার, ইকোপার্ক, নাইট সাফারি পার্কসহ নানা স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে গত ২ আগস্ট জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালিয়ে আলীনগরের ১৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার করে। জঙ্গল সলিমপুরে ৩ হাজার ১ একর সরকারি খাসজমি রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, জঙ্গল সলিমপুরে আলীনগরের পাহাড়, টিলা, বনভূমি এবং এখানকার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাইকোর্ট গত ৭ আগস্ট নির্দেশনা দেন। এতে পাহাড়-টিলা দখল করে অবৈধভাবে বসবাসকারীদের সব স্থাপনা উচ্ছেদ এবং বৈধ জমির মালিকদের মালিকানা নিশ্চিত করতে বলা হয়। এর অংশ হিসেবে ইতোমধ্যে সেখানে খাসজমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, বৈধ ভূমির মালিকদের ২০ আগস্টের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। আলীনগর ও জঙ্গল সলিমপুরের প্রকৃত ৬ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। তাদের তালিকা তৈরির কাজও চলমান।

আরও পড়ুন

×