ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পদ ক্রোকের সাইনবোর্ড উধাও

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পদ ক্রোকের সাইনবোর্ড উধাও

পলাতক এ এম রাশেদ চৌধুরী

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ০৮:২৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ | ০৮:২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি পলাতক এ এম রাশেদ চৌধুরীর গ্রামের বাড়ির সম্পদ ক্রোকের সাইনবোর্ড উধাও হয়ে গেছে। কারা সেই সাইনবোর্ড সরিয়েছে, তা বলতে পারছেনে না কেউ।

আদালতের আদেশ বাস্তবায়নে ২০১৪ সালে চাঁদপুরের হাজীগঞ্জের পূর্ব বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে রাশেদ চৌধুরীর সম্পত্তিতে সাইনবোর্ড ও লাল নিশানা সাঁটিয়ে ক্রোক করে উপজেলা প্রশাসন। রাশেদ চৌধুরীর বাবার ৯ একর ২৫ শতাংশ জমির মধ্যে তার প্রাপ্ত ১ একর ১৫ শতাংশ জমি জব্দ করা হয়।

রাশেদ চৌধুরীর ভাতিজা আরেফিন ফয়সাল চৌধুরী বলেন, ‘আমাদের এখানে রাশেদ চৌধুরীর কেউ থাকে না। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই। প্রশাসন থেকে তার জমি ও স্টু্কলের পুকুরের পাশের মাঠ ক্রোক করেছে। তবে প্রশাসনের লাগানো সাইনবোর্ড কে খুলে নিয়েছে তা বলতে পারি না।’

স্থানীয় আহসান হাবীব বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ চৌধুরী শুধু বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, ১৯৭৫ সালের ২ আগস্ট রাতে আমার বাবা আব্দুল লতিফ মাস্টারকেও স্টু্কল সংক্রান্ত বিষয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছিল। আফসোস, স্বাধীনতার এত বছর পরও তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা গেল না।’ রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

হাজীগঞ্জের ইউএনও রাশেদুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ক্রোকাদেশ বাস্তবায়ন করেছে বলে তিনি জেনেছেন। ওই জমিতে দ্রুত সাইনবোর্ড টানানো হবে।

আরও পড়ুন

×