ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন

ফরিদপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২ | ০২:৪৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২২ | ০২:৪৯

দুষ্টের দমন আর শিষ্টের পালনের অঙ্গীকারে ফরিদপুরে নানা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে র‌্যালি করা হয়।

জানা গেছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।

এর আগে শ্রীঅঙ্গনে র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অসীম কুমার সাহা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের পথ দেখাতে পারে।

আরও পড়ুন

×