চট্টগ্রামে গাঁজার আসরে অভিযান, ১৯ জনের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৯:৩৯
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় গাঁজার আসরে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতারের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় নগরের নতুন ফিশারিঘাট, পুরনো রেলওয়ে স্টেশন, কদমতলী বাস স্টেশন ও শেরশাহ এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
তানভীর ফরহাদ শামীম বলেন, গ্রেফতার ১৯ জনের সবাই গাঁজা সেবনকারী। কেউ কেউ গাঁজা বিক্রিও করেন। তাদের কাছ থেকে ৩০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গ্রেফতার ১৯ জনের মধ্যে নুরে আলম ও মো. সাবুকে ৬০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ১১ জনকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন- আব্দুল কাদের, জয়নাল ফকির, মো. মোহন, মো. পাভেল, মো. শাহজাহান, মো. জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. আরাফাত, নুর হোসেন ও মো. রাকিব। এছাড়া আব্দুল কাদেরকে ২০ দিন, জসিম উদ্দিনকে ১২ দিন, মো. শফিকুলকে ১০ দিন, রাজু আহম্মদকে সাতদিন, মো. জামালকে পাঁচ দিন ও মো. জুনায়েদকে ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককেও ১০০ টাকা করে জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
- বিষয় :
- চট্টগ্রাম
- গাঁজা
- ভ্রাম্যমাণ আদালত
- কারাদণ্ড