বন্ধুকে হত্যা করতে গিয়ে খুন হলো সন্ত্রাসী সুজন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৯:৪১
চট্টগ্রামের পাহাড়তলীর লংকাপাড়ায় বন্ধু আবদুল মালেককে হত্যা করতে গিয়ে নিজেই খুন হলো ১০ মামলার আসামি সন্ত্রাসী সুজন মল্লিক।
মঙ্গলবার এ খুনের দায় স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রুমি আক্তার। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গ্রেফতার আবদুল মালেককেও কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ প্রসঙ্গে নগরীর পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে গত সোমবার রাতে লংকাপাড়ায় সুজন মল্লিক তার বন্ধু আবদুল মালেককে খুন করতে যায়। কিন্তু বিষয়টি বুঝতে পেরে পাল্টা হামলায় খুন হয় সন্ত্রাসী সুজন মল্লিক। সে থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু পলাতক থাকায় গ্রেফতার করতে পারেনি।
পুলিশ আরও জানায়, এক সময় মালেক ও সুজন বন্ধু ছিল। পরবর্তী সময়ে নানা বিষয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার মালেককে খুন করতে গেলে মালেক ও রুমির পাল্টা আক্রমণে সুজন খুন হয়। রাতে সুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ মালেক ও রুমিকে গ্রেফতার করে।
- বিষয় :
- সন্ত্রাসী সুজন মল্লিক
- চট্টগ্রাম