শিমুলিয়া-মাঝিরকান্দি লঞ্চ-স্পিডবোট চালু হলেও যাত্রী কম

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট চালু হলে লঞ্চে যাত্রীরা পার হন - সমকাল
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ১০:৪২ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ১০:৪৭
শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। ৩০টি লঞ্চ ও ৪০টি স্পিডবোট চালুর মধ্য দিয়ে পারাপার শুরু হলেও প্রথম দিনে যাত্রী ছিল খুবই কম। যদিও যাত্রী বাড়বে বলে আশা সংশ্নিষ্টদের।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চালুর ঘোষণা থাকলেও শিমুলিয়া থেকে ৭ জন যাত্রী নিয়ে সকাল ১০টা ১০ মিনিটে ছেড়ে যায় লঞ্চ এম ভি ইলিয়াস। শরীয়তপুরের মাঝিরকান্দি থেকে ৮ জন যাত্রী নিয়ে সকাল পৌনে ১০টায় ছেড়ে আসে লঞ্চ এম এল মাসুদ খান। স্পিডবোটের যাত্রীর সংকট আরও প্রকট।
গত ২৬ জুন পদ্মা সেতু চালুর পর থেকে শিমুলিয়া-মাঝিরকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী সংকট দেখা দেয়। পরে আবার চ্যানেলে নাব্য সংকটের কারণে ৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় লঞ্চ ও স্পিডবোট। এই রুটে নৌযান পুনরায় চালু হওয়ায় খুশি যাত্রীরা।
শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, লঞ্চ ও স্পিডবোটগুলো সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল করবে।